বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাগুরা জেলা পরিষদের বাজেট ঘোষণা 

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা পরিষদের বাজেট ঘোষণা 

মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭০ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ১০২ টাকার বাজেট ঘোষণা হয়েছে। রোববার (৯ জুন) মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু এ বাজেট ঘোষণা করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা-২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রানা আমীর ওসমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী সানিউল কাদের, মাগুরা জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা পরিষদের সাবেক প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, মহম্মদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান, শালিখা সদর উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে, সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরুল রেজা কুটিল, মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। 

সভায় জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭০ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ১০২ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১৩ লাখ ২৫ হাজার ৭৭১ টাকা। এ বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য, সুধীজন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ